নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৮ মার্চ: কলকাতা পুরসভাকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করে নির্বাচনে ঝাঁপাচ্ছে বিজেপি। দলীয় সূত্রের খবর সি ক্যাটাগরির ওয়ার্ডগুলিকে সেভাবে গুরুত্ব দিতে রাজি নয় মুরলিধর সেন লেন। আর বি ক্যাটাগরির আসনগুলিতে অবশ্য গুরুত্ব দেওয়া হবে। সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে এ ক্যাটাগরির আসনগুলিকে।
আসন্ন কলকাতার পুরসভার নির্বাচন নিয়ে রবিবার বৈঠকে বসছে রাজ্য বিজেপি। সকাল ১০ টা নাগাদ আইসিসিআরএ বৈঠক শুরু হবে। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ভিএল সন্তোষ এই বৈঠকে উপস্থিত থাকবেন। পুরনির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে বৈঠকে আলোচনা হবার কথা রয়েছে। প্রার্থী হতে চেয়ে এমনতিতেই আবেদনের ধুম পড়েছে কলকাতা পুরসভার নির্বাচনে। তাদের মধ্য থেকে সেরার সেরা প্রার্থীকে বাছতে দলকেও যে যথেষ্ট বেগপেতে হবে তা ভালো করেই বুঝতে পারছেন বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতারা।
প্রসঙ্গত, লোকসভা ভোটের ফলাফল অনুয়ায়ী বিজেপি ৪০ টির উপরে ওয়ার্ড এগিয়ে ছিল। সেইসব ওয়ার্ডগুলিকে বাড়তি গুরুত্ব দেবে মুরলিধর সেন লেন। এছাড়া সামান্য কিছু ভোটে রাজ্যের শাসক দলের থেকে পিছিয়ে থাকা ওয়ার্ডগুলিকে বি ক্যাটাগরির তকমা দিয়েছে বিজেপি নেতৃত্ব। এছাড়া মমতার বিরুদ্ধে রনকৌশল ঠিক করা হতে পারে বলে খবর। বিজেপি মনে করছে লোকসভা ভোটের ফলাফল অনুয়ায়ী লড়াই করতে পারলেই ছোট লালবাড়ির যুদ্ধে ধাক্কা দেওয়া যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।