আমাদের ভারত, ৩ নভেম্বর: শেষ দুটো ম্যাচে জিতে প্লে-অফে যাওয়ার রাস্তা কিছুটা হলেও পরিস্কার করেছে সানরাইজ হায়দরাবাদ। আজ শারজা ক্রিকেট স্টেডিয়ামে শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে পারলেই প্লে-অফে যাওয়া নিশ্চিত তাদের। কিন্তু হায়দরাবাদ যদি হেরে যায় সেক্ষেত্রে প্লে-অফে চলে যাবে কলকাতা নাইট রাইডার্স। তাই এদিন মুম্বই হায়দরাবাদ ম্যাচের দিকে তাকিয়ে আছে আন্দ্রে রাসেলের দল।
এদিকে শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে মাঠে নামছে ওয়ার্নাররা। পয়েন্ট তালিকার শীর্ষে শীর্ষে আছে মুম্বই ইন্ডিয়ান্স। হায়দরাবাদ ১৩ টি ম্যাচ খেলে তাদের সংগ্রহ ১২। পয়েন্ট অন্যদিকে ১৩ ম্যাচে মুম্বাইয়ের পয়েন্ট ১৮। এই ম্যাচ জিতলে প্লে অফে পৌঁছাবে সানরাইজ হায়দরাবাদ। এদিকে গত চারটি ম্যাচে চোট পাওয়ার কারণে মুম্বই দলে নেই রোহিত শর্মা। দলকে নেতৃত্ব দিচ্ছেন পোলার্ড। সানরাইজ হায়দরাবাদের ভরসা তাঁদের দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ফর্মে আছে উইকেট কিপার বাংলার ঋদ্ধিমান সাহা। বোলিংয়ে তাদের ভরসা আফগান স্পিনার রশিদ খান। শেষ ম্যাচে যদি বাংলার ঋদ্ধিমান সাহা জ্বলে উঠে হায়দরাবাদকে জেতাতে পারে তাহলে কলকাতায় বিদায় নিশ্চিত।