জে মাহাতো, আমাদের ভারত, খড়্গপুর, ৭ আগস্ট: দশ বছর ধরে মুখ্যমন্ত্রী কি করছিলেন? একটু বৃষ্টিতে কলকাতা ডুবে যায়, আর উনি ঘাটাল খানাকুলকে বাঁচাবেন কিভাবে? আসলে অন্যের ঘাড়ে দোষ চাপানোটা মুখ্যমন্ত্রীর স্বভাবে পরিণত হয়েছে। শনিবার ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাওয়ার আগে খড়্গপুরের হিজলি স্টেশনে দাঁড়িয়ে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, বিভিন্ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র। সেই টাকা কি সব ভাইয়েরা খেয়ে ফেললেন? মানুষের অবস্থার কোনও পরিবর্তন হচ্ছে না।
এদিন কেলেঘাই – কপালেশ্বরী প্রসঙ্গে রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মানুষ মানস ভুঁইঞাকে আক্রমণ করে বিজেপি রাজ্য সভাপতি বলেন, কেলেঘাই – কপালেশ্বরীর সংস্কারের জন্য কেন্দ্র থেকে যে ২২৫ কোটি টাকা এনেছিলেন সেই টাকা কোথায় গেল? এখন তো নদীটাই দেখা যায় না। ঘাটালের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে তিনি এদিন সেখানকার সাংসদ দেবেরও সমালোচনা করে বলেন উনি তো সাত বছর সাংসদ রয়েছেন ঘাটালের জন্য কি করেছেন ?

