আমাদের ভারত, ২৯ অক্টোবর: মরণ বাঁচন ম্যাচে চেন্নাই সুপার কিংসের সামনে ১৭৩ রানের লক্ষ্যমাত্রা দিল কলকাতা নাইট রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট খুইয়ে ১৭২ রান তোলে মর্গ্যানের দল।
এদিন দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে কেকে আরকে ব্যাট করতে পাঠায় চেন্নাই অধিনায়ক ধোনি। ওপেনিং জুটিতে ভালোই শুরু করে শুভমান গিল ও নীতিশ রানা। প্রথম উইকেটে শুভমান গিল (২৬) আউট হয়ে যাওয়ার পরে চালিয়ে খেলতে থাকে নীতিশ রানা। ৬১ বলে ১০ টা চার ও চারটে ছয়ের সাহায্যে ৮৭ রান তোলেন নীতিশ। তাকে সাহায্য করেন অধিনায়ক মর্গ্যান (১২ বলে ১৫) ও দীনেশ কার্তিক (১০ বলে ২১)। নারিন (৭) চালিয়ে খেলা শুরু করলেও একটা ছয় মারার পরে সান্তারের বলে জাদেজার হাতে বাউন্ডারি লাইনে ধরা পড়ে যায়। এদিন বল হাতে বিশেষ ভূমিকা নিতে পারেনি চেন্নাইয়ের চাহার ও স্যাম কারেন। চার ওভার হাত ঘুরিয়ে তাদের ঝুলি ছিল শূন্য। লুঙ্গি নিগিডি ৩৪ রান দিয়ে ২ উইকেট পায়।
শেষ বেলায় ঝড় তোলা দীনেশ কার্তিক নিজের পারফরম্যান্সে খুশি। তিনি বলেন আমরা ইনিংসের শেষ দিকে ঘুরে দাঁড়িয়েছি। দল আমার কাছে যেটা আশা করেছিল সেটা করতে পেরে আমি খুশি। ১৭২ ভালো স্কোর। আমাদের ভালো বল করতে হবে। এই ম্যাচ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তিন ওভারে কোন উইকেট না হারিয়ে চেন্নাই ২৩ রান তোলে। ক্রিজে আছেন রুতুরাহ গাইকোয়াড ও ওয়াটশন।