আমাদের ভারত, ৩১ মার্চ: ‘বলেছিলাম কলকাতাকে লন্ডন করব, তার থেকেও ভালো করেছি’, রেড রোডের ধর্না থেকে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটিকে ঘিরে মুখর নেটনাগরিকরা। শুক্রবার সামাজিক মাধ্যমের সংবাদ চ্যানেলে অজস্র প্রতিক্রিয়া।
কুমার প্রশান্ত ঘোষ লিখেছেন, “অবশ্যই! আমাদের দিদি কলকাতাকে ওয়াশিংটন বানিয়েছে। গায়ের রং দিয়েও মিল আছে। এখন লোকগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দেয় তবেই ১০০% সফল! আমি দিদির সাথে একমত!” তাপস সাহা লিখেছেন, “ধরণা মঞ্চ নাট্য মঞ্চে পরিণত হয়েছে।” কল্যাণ বিশ্বাস লিখেছেন, “ঠিক আছে, এখন বিশ্রাম নিন। মুখ্যমন্ত্রীর পদ ছাড়ুন।”
সৌরদীপ পাল লিখেছেন, “বিষয়টি লন্ডন নহে, উহা লুন্ঠন হইবে।” সুমিতা দেবনাথ লিখেছেন, “সত্য সেলুকাস! কি বিচিত্র এই লন্ডন। যেখানে যুবসমাজের হাতে হয় লণ্ঠন নয়ত ঝান্ডা।” দিলীপ ভৌমিক লিখেছেন, “লন্ডন বানাতে গিয়ে প্রতিটি মানুষের হাতে প্রায় সলতে বিহীন লন্ঠন ধরিয়ে দেওয়ার অবস্থা হয়ে গেছে।” শুভাশিস মণ্ডল লিখেছেন, “ফিরহাদ হাকিম তাহলে ঋষি সুনাক আর উনি রানী এলিজাবেথ।”
রতন চক্রবর্তী লিখেছেন, “আমাদের পাড়ায় বরফ পড়ছে।“ সুদীপ জানা লিখেছেন, “দিদিমার অনুপ্রেরণায় লন্ডন এবার কলকাতাকে ফলো করবে।“ শেখ আহমেদ লিখেছেন, “কিছু দিন পর ভেনিস হবে।“

