পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ জুলাই: ঐতিহ্যবাহী ১৫২ বছরের প্রাচীন মেদিনীপুর কলেজ (স্বশাসিত) এর প্রাক্তন ছাত্র- ছাত্রীদের সংগঠন মেদিনীপুর কলেজ প্রাক্তন ছাত্র সম্মিলনীর ইতিহাসে সংযোজিত হলো এক নতুন অধ্যায়। সূচনা হলো মেদিনীপুর কলেজ প্রাক্তন ছাত্র সম্মিলনীর “কলকাতা চ্যাপ্টার”।
সম্মিলনীর সম্পাদক জানান, বেশ কিছু দিন আগের নেওয়া পরিকল্পনার বাস্তবায়ণ হলো আজ। দূরত্ব ও বয়স জনিত কারণে কলকাতায় বসবাসকারী যে সকল প্রাক্তনী মেদিনীপুর কলেজ ছাত্র সম্মিলনীর মেদিনীপুরের কেন্দ্রীয় অনুষ্ঠানে আসতে পারে না মূলত তাদের জন্য এবং দেশের নানা প্রান্তের প্রতিষ্ঠিত প্রাক্তনীদের সাথে বর্তমান ছাত্র- ছাত্রীদের সেতু বন্ধন করার উদ্দ্যেশে এই উদ্যোগ নেওয়ার কথা স্থির করে সম্মিলনীর কর্মসমিতি। আজকের সভাটি অনুষ্ঠিত হয় নন্দন চত্ত্বরে জীবনানন্দ সভাগৃহে। প্রায় ৬০ জন প্রথিতযশা প্রাক্তনী আজকের সভায় উপস্থিত থেকে মত বিনিময় করেন।
সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি, রাজ্য সরকারের একাধিক দপ্তরের বিশেষ সচিব, গবেষক, অধ্যাপক- অধ্যাপিকা, বিশিষ্ট ক্রীড়াবিদ, পুলিশের প্রাক্তন ও বর্তমান অধিকর্তা, ব্যাঙ্কের প্রাক্তন জেনারেল ম্যানেজার, উদ্যোগপতি, হাইকোর্টের আইনজীবী প্রমুখ। এছাড়াও ছিলেন সম্মিলনীর সভাপতি ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ ড: গোপাল চন্দ্র বেরা, সিধু কানহু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড: দীপক রঞ্জন মন্ডল, জয়েন্ট ডিপিআই ড: রমাপ্রসাদ ভট্টাচার্য, ছাত্র সম্মিলনীর কার্যকরী সভাপতি ড: হরিপ্রসাদ সরকার ও সম্পাদক সহ অন্যান্যরা।