আকাশ পথে জুড়ল কলকাতা-অযোধ্যা, প্রথম বোর্ডিং পাশ হাতে নিয়ে বাঙালিকে রামের শহরে আসার আহ্বান জানালেন যোগী

ছবি: সৌজন্যে এএনআই
আমাদের ভারত, ১৭ জানুয়ারি: আকাশ পথে জুড়ে গেল কলকাতা এবং অযোধ্যা। বুধবার অযোধ্যা থেকে প্রথম বিমান উড়ে এলো কলকাতায়। আর ঘটনাচক্রে রামের শহর আর বাংলার মেলবন্ধনের শুরুটা হল উত্তরপ্রদেশের মু্খ্যমন্ত্রী তথা বিজেপির অন্যতম জনপ্রিয় নেতা যোগী আদিত্যনাথের হাত ধরেই। তাঁর হাতেই তুলে দেওয়া হলো কলকাতা অযোধ্যার বিমানের প্রথম বোর্ডিং পাশ।

২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যার মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের বিভিন্ন শহরের বিমান পরিষেবা শুরু করছে কেন্দ্র। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, আমেদাবাদ, গোয়া থেকে অযোধ্যার পরিষেবা শুরু হচ্ছে। এর মধ্যে বুধবার কলকাতা এবং বেঙ্গালুরুর সরাসরি বিমান পরিষেবা শুরু হলো।

বাংলায় যে বিমানটি অযোধ্যা থেকে উড়ে এলো তার সঙ্গে সরাসরি সম্পর্ক জুড়ল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। অযোধ্যা থেকে কলকাতাগামী প্রথম বিমানের প্রথম বোর্ডিং পাসটি তুলে দেওয়া হলো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর হাতে। দিল্লি থেকে সবুজ ঝান্ডা নেড়ে ব্যাঙ্গালুরু- অযোধ্যা বিমানের সূচনা করেন অসামরিক বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

আগে অযোধ্যা পৌঁছানোর জন্য শুধুমাত্র ভরসা ছিল ট্রেন। তাতেও সময় লাগতো প্রায় দেড় দিন। এবার দেড় ঘন্টায় পৌঁছানো যাবে শ্রীরামের শহর অযোধ্যায়।

যোগী আদিত্যনাথ এদিনের বিমান পরিষেবা চালুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কলকাতাগামী বিমানের বোর্ডিং পাস দেওয়া হয় যোগীর হাতে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বাঙালি তীর্থযাত্রীদের অযোধ্যায় আসার আহ্বান জানালেন। কলকাতার নেতাজী সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেড় ঘণ্টায় সরাসরি পৌঁছে যাওয়া যাবে অযোধ্যায়। পৌনে একটা নাগাদ বিমান যাবে কলকাতা থেকে। ভাড়া আনুমানিক সাড়ে ছয় হাজার টাকা মতো পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *