কোলাঘাটের জঁফুলি খাল সংস্কারের কাজে বাধা, প্রধানের হস্তক্ষেপে ফের কাজ শুরু

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৬ ডিসেম্বর: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের জঁফুলি খাল জেলা পরিষদের উদ্যোগ সংস্কারের কাজ শুরু হয়েছিল ৪ ডিসেম্বর।

গত পরশু দিন সকালে ওই খাল সংস্কারের কাজের সূচনা হয় রামতারকের মহাশ্বেতায়। তারপর গতকাল সন্ধে পর্যন্ত কাজ হওয়ার পর স্থানীয় দিব্যেন্দু আদক, গুরুপদ মাইতি, অশোক ভৌমিক কাজে বাধা দিয়ে ঠিকাদারকে কাজ বন্ধ করতে বাধ্য করে। তারপর বল্লুক-২ গ্রাম পঞ্চায়েতের হস্তক্ষেপে আজ দুপুরে ফের কাজ শুরু হয়।

স্থানীয়দের অভিযোগ, খাল সংস্কারের মাটি খালের ভেতরে রাখা চলবে না। ওই খাল সংস্কারের জন্য তৈরী হওয়া উপভোক্তা কমিটির উপদেষ্টা তথা পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙ্গন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, স্কিমে, মাটি বাঁধের উপরে তোলার জন্য টাকা বরাদ্দ নেই। মাটি শুকনো হলেই সরকারি কাজের জন্য ঐ মাটি সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে উপভোক্তা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিডিও দায়িত্বে রয়েছেন।

নারায়ণবাবু জোয়ারের জলকে কাজে লাগিয়ে কৃষকেরা যাতে বোরো মরশুমে ধানচাষ করতে পারে, সেজন্য দ্রুত কাজ শেষ করার জন্য জনসাধারণকে সহযোগিতা করার আবেদন জানান।

প্রসঙ্গত উল্লেখ্য, এ জন্য বরাদ্দ করা হয়েছে ৬৯ লক্ষ ৭৪ হাজার ৭৪ টাকা। খাল সংস্কারের সময়সীমা ধার্য করা হয়েছে ৯০ দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *