আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৮ মে: তমলুক, হলদিয়া, কাঁথি এগরা ও পাঁশকুড়া সহ সমস্ত থানাতেই কবি প্রণাম অনুষ্ঠিত হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৬০ তম জন্ম দিবস উপলক্ষে সুসজ্জিত ট্যাবলো পরিক্রমার মাধ্যমে পালন করা হয় দিনটি।
তমলুক শহরে তমলুক থানার উদ্যোগে সুসজ্জিত ট্যাবলোর সঙ্গে পুলিশকর্মীরা মার্চপাস্ট করে শহর পরিক্রমা করে। তমলুকের পুলিশ লাইন থেকে এই পদযাত্রা শুরু হয়ে পুলিশ সুপারের অফিস হয়ে শহর পরিক্রমা করে তমলুক থানায় এসে শেষ হয়। সুসজ্জিত ট্যাবলো থেকে রবীন্দ্র সংগীতের পাশাপাশি করোনা সম্বন্ধে সচেতন করা হয় মানুষকে। তমলুকের পাশাপাশি অন্যান্য থানা এলাকাগুলোতে একইভাবে অনুষ্ঠানটি পালন করা হয়।