তমলুকে ত্রাণ সাহায্যের মাধ্যমে কবি প্রণাম পট্টনায়েক পরিবারের

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৮ মে: দীর্ঘ লকডাউনের ফলে সাধারণ মানুষের ভয়াবহ পরিস্থিতিতে এবছরের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্ম দিবস একটু অন্যভাবে পালন করতে তমলুক পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের দুঃস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন বিশিষ্ট ব্যবসায়ী পরমানন্দ পট্টনায়কের দুই ছেলে।

দীর্ঘদিন ধরে চলছে লকডাউন। এই লকডাউনে দুঃস্থ অসহায় মানুষরা যেন দিশেহারা। দিন আনা দিন খাওয়া বহু মানুষ আজ কাজ হারিয়েছে। তাদের কথা মাথায় রেখেই তাদের পাশে দাঁড়ানোর চিন্তা ভাবনা করলেন তমলুক পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী পরমানন্দ পট্টনায়েক ও তার পরিবার। কবিগুরুর জন্মদিনে তুলে দেওয়া হবে কিছু দান সামগ্রী। সেইমতো শুক্রবার সকালে স্থানীয় কাউন্সিলর চঞ্চল খাড়া, পরমানন্দ পট্টনায়েক, স্ত্রী সবিতা পট্টনায়েক এবং দুই ছেলে রাকেশ পট্টনায়েক এবং অঙ্কিত পট্টনায়কের উপস্থিতিতে প্রায় ৯০০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এই কাজে তাদেরকে সাহায্য করেছেন এলাকার ওয়ার্ড কমিটির সদস্যরা। শুধু ১৬ নম্বর ওয়ার্ড নয় আশেপাশের ওয়ার্ডেরও দুঃস্থ মানুষরা দান পেয়ে খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *