তমলুকে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি প্রণাম

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৮ মে: জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর পূর্ব মেদিনীপুরের উদ্যোগে আজ জেলা অফিসে রবীন্দ্রজয়ন্তী পালন করা হল করোনা আবহে সরকারি নিয়মনীতি মেনে। তিনজন অতিথির উপস্থিতিতে রবীন্দ্রনাথের গলায় মালা দিয়ে এবং সংক্ষিপ্ত ভাষণের মধ্যে দিয়ে দিনটি পালন করা হল অনাড়ম্বর ভাবে।

করোনা ভাইরাসের প্রকোপ থাকায় লকডাউন চলছে। আর এই লকডাউনের জন্য সমজিক দূরত্ব বজায় রেখে একদম সাদাসিধে ভাবে দিনটি পালন করা হয়। এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুক পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়, তাম্রলিপ্ত মহা বিদ্যালয়ের অধ্যক্ষ আবদুল মতিন ও তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক পরমেশ আচার্য। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য আধিকারিক গিরিধারী সাহা। অতিথি অধ্যক্ষ আব্দুল মতিন রবীন্দ্রনাথের ব্যাপ্তির উল্লেখ করেন। প্রাক্তন অধ্যাপক পরমেশ আচার্য করোনা আবহেও রবীন্দ্রনাথ যে কতটা তাৎপর্যপূর্ণ তা ব্যাখ্যা করেন। জেলা তথ্য আধিকারিক গিরিধারী সাহা জানান, লকডাউন থাকার জন্য কোনও অতিথি শিল্পীকে আমন্ত্রণ জানানো যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *