আমাদের ভারত, আরামবাগ, ১৫ ডিসেম্বর: এনআরসি ও ক্যাবের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল হল খানাকুলে। নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভায় পাস হওয়ার দিন থেকেই উত্তপ্ত হয়েছে রাজ্য। খানাকুলে ক্যাবের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হয়। এদিন খানাকুলে তৃণমূল কংগ্রেসের নেতা মুন্সি নজিবুল করিমের নেতৃত্বে বিশাল বাইক মিছিল বের করা হয়। এই বাইক মিছিলটি ঘোষপুর থেকে শুরু হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে হাটতলায় এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন বহু তৃণমূল কংগ্রেসের কর্মীর নেতৃবৃন্দরা।
অন্যদিকে এনআরসির প্রতিবাদে আরামবাগে তৃণমূলের এক বিশাল মিছিল হয়ে গেল রবিবার বিকেলে মিছিলটি আরামবাগ বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে আরামবাগ হসপিটাল মোড় হয়ে গৌরহাটি মোড়, বাসদেবপুর, সুধানিল সিনেমা হলের সামনে মিছিলটি শেষ হয়। এই মিছিলে কয়েক হাজার তৃণমূলের কর্মী সমর্থক যোগদান করেন। এই মিছিলে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, আরামবাগ তৃণমূলের ব্লক সভাপতি ও আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী, তৃণমূল নেতা পলাশ রায়, রাজেশ চৌধুরী সহ আরোও অনেকে।
এদিন স্বপন বাবু বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মত এনআরসির বিরুদ্ধে এই মহামিছিল। তবে সোমবার জেলা সভাপতির নির্দেশে চুঁচুড়ায় একটা সভা ও মিছিল হবে।