আমাদের ভারত, নদিয়া, ১ সেপ্টেম্বর: শান্তিপুরে এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ভর সন্ধ্যাবেলায় গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী।

সূত্রের খবর, নদিয়ার শান্তিপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের নীচের পাড়া এলাকায় মঙ্গলবার সন্ধ্যেয় এলাকা দখলকে কেন্দ্র করে বিধায়ক আরিন্দম ভট্টাচার্য অনুগামীদের সাথে বচসা বাধে অজয় দে অনুগামীদের। অভিযোগ, বচসা চলাকালীন হঠাৎই গোবিন্দ দাস নামে অজয় দে’র অনুগামী এক যুবককে লক্ষ্য করে গুলি করে অপরপক্ষ। ঘটনায় গুরুতর আহত অবস্থায় গোবিন্দ
দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় রয়েছে উত্তেজনা।

