আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৭ মে: চাকরির দাবিতে আবারও সোচ্চার হলেন প্রাক্তন কেএলও ও লিঙ্ক ম্যানরা। উত্তরবঙ্গের বিভাগীয় কমিশনারকে শুক্রবার স্মারকলিপি দিয়ে হোম গার্ডে চাকরির দাবি তুললেন কয়েক জন প্রাক্তন কেএলও ও লিঙ্ক ম্যানরা ও মৃতের পরিজনরা।

প্রাক্তন কেএলও লিঙ্ক ম্যান আব্দুল লতিফ প্রামাণিক বলেন, আমাদের মত অনেকেরই হোম গার্ডের চাকরি হলেও আমরা এখনো বঞ্চিত। তবে কি কারণে নাম বাদ পড়েছে তা জানা নেই বলে দাবি করেন তিনি। আর্থিক সঙ্কটে মধ্যে আছি আমরা। মাননীয়া মুখ্যমন্ত্রী অনেকের চাকরির ব্যবস্থা করেছেন, তাই আমাদের অনুরোধ- আমাদেরও কর্মসংস্থান করা হোক।

