বসন্ত উৎসবকে কেন্দ্র করে জলপাইগুড়িতে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর পরিচালনায় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৫ মার্চ: বসন্ত উৎসবকে কেন্দ্র করে জলপাইগুড়ির ২০ নম্বর ওয়ার্ড মহিলা স্বনির্ভর গোষ্ঠীর পরিচালনায় একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হল। রবিবার অনুষ্ঠানের সুচনা হল হারিয়ে যাওয়া ঘুড়ি ওড়ানো, প্রতিযোগিতার মধ্য দিয়ে। উত্তর বামনপাড়া খেলার মাঠে এই প্রতিযোগিতায় প্রায় ২০ জন অংশগ্রহণ করে।

যুবকদের পাশাপাশি স্কুল পড়ুয়াদেরও প্রতিযোগিতায় সামিল হয়ে ঘুড়ি ওড়াতে দেখা গেল। এখনকার স্কুল পড়ুয়া থেকে শুরু করে কিশোররা বন্ধ ঘরে বসে মোবাইলের নেশায় আসক্ত হয়ে পরছে। এখন আর খেলার মাঠে ছোটাছুটি করে দেখতে দেখা যায় না খুদেদের। সেই আসক্তি কাটাতে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ঘুড়ির প্রতিযোগিতায় আয়োজন করা হল। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।

অন্যদিকে সোমবার বিকেলে শোভাযাত্রা করে সন্ধেয় বামনপাড়া খেলার মাঠে বুড়ির ঘর পোড়ানোর আয়োজন করা হয়েছে। এরপর মঙ্গলবার দিনভর বসন্ত উৎসবের মধ্য দিয়ে বামনপাড়া খেলার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতার আয়োজন করা হল।

কাউন্সিলর শুভ্রা দেব বলেন, “এবছরের বসন্ত উৎসব দ্বিতীয় বর্ষে পড়ল। এই কারণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *