আমাদের ভারত, মালদা, ৪ সেপ্টেম্বর: জালনোট চক্রের ‘কিংপিং’ এনামূল হককে মালদা থেকে গ্রেফতার করল এনআইএ। এনামূল ভারত- বাংলাদেশ জাল নোট চক্রের অন্যতম কিংপিন। বৈষ্ণবনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মোহনপুর এলাকায় তার বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে এনআইএ। গত কয়েক বছর ধরে ফেরার ছিল ওই জালনোট করবারির। তার মাথার দাম হিসাবে ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। শুক্রবার ধৃতকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়ার জন্য মালদা আদালতে পেশ করে
এনআইএ।


