স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ জুলাই: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে খুন হতে হল এক শ্রমিককে। নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার ঘটনা।

নদিয়ার ফুলিয়ার উমাপুরের বাসিন্দা বছর চল্লিশের বিকাশ দাস মাস পাঁচেক আগে মহারাষ্ট্রের পুনেতে সেন্টারিংয়ের কাজ করতে যান। ফুলিয়ার প্রফুল্ল নগর এবং সবুজপল্লীর বাসিন্দা সুব্রত সন্ন্যাসী এবং আশিস তরফদারের সাথে কাজে যান বিকাশ দাস। পুনেতে একটি ঘর ভাড়া করে তিন জনে একই সঙ্গে থাকতেন। গত ২৯ জুলাই সকালে পরিবারের লোক খবর পায় মৃত্যু হয়েছে বিকাশের। তাকে ভারি কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে বলেই জানতে পেরেছেন তারা। ঘটনার পর থেকেই সুব্রত সন্ন্যাসী পলাতক। তবে অপর এক শ্রমিক আশিষ তরফদারকেকে মহারাষ্ট্র পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

ফুলিয়া থেকে গিয়ে মহারাষ্ট্রের অন্য জায়গায় কাজ করেন সুজন রায় ও শ্যাম দাস’দের সাথে যোগাযোগ করে মৃতের পরিবার। তাদের সহযোগিতায় মৃতদেহের ময়নাতদন্তের পর গতকাল রাত আটটা নাগাদ মহারাষ্ট্র থেকে অ্যাম্বুলেন্সে দেহ নিয়ে ফুলিয়ার উদ্দেশ্যে রওনা দেন তারা। তবে কি কারণে এই খুন তা তদন্ত করছে মহারাষ্ট্র পুলিশ।
এই ঘটনায় পরিবারে মৃতের স্ত্রী এক পুত্র এবং কন্যা সহ আত্মীয় পরিজন সকলেই ভেঙে পড়েছেন।

