আমাদের ভারত, কোচবিহার, ২৭ ফেব্রুয়ারি: কোচবিহারের কোতোয়ালি থানার চিলকিরহাটে জমি বিবাদের জেরে খুন এক ব্যক্তি। এই ঘটনায় এক সিভিক ভলান্টিয়ার এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সিভিক ভলান্টিয়ার মনিরুল হকের সঙ্গে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিবাদ ছিল তরুণ রায় নামে এই ব্যক্তির। অভিযোগ, গতকাল রাতে কোচবিহার থেকে যখন বাড়ি ফিরেছিলেন সেই সময় তাঁকে বাড়ির সামনে থেকে টেনে নিয়ে যায় দুষ্কৃতীরা, এরপর স্থানীয় একটি আলু ক্ষেতে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আজ সকালে তাঁকে জমিতে পড়ে থাকতে দেখা যায়। জেলার পুলিশ সুপার সন্তোষ নিম্বালকার জানিয়েছেন এই ঘটনায় অভিযুক্ত মনিরুল হক’কে গ্রেফতার করা হয়েছে।