সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ অক্টোবর: বাড়ি থেকে জোর করে ডেকে নিয়ে গিয়ে মদের আসরে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশী বন্ধুদের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার শিমুলপুর হাজরাতলা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম পঙ্কজ শিকারী (১৬)। খবর পেয়ে পুলিশ ওই এলাকার এক জবাফুল বাগান থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তার মাথার পেছনে ক্ষত চিহ্ন দেখে পুলিশের প্রাথমিক অনুমান তাকে খুন করা হয়েছে।
পরিবারের অভিযোগ, এদিন সকাল থেকে প্রতিবেশী কৃষ্ণ, কমল নামে দুই যুবক পঙ্কজের সঙ্গে দেখা করতে আসে। ভাব বুঝে তাঁর দাদা ও বৌদি তাঁকে বাড়ি থেকে বেরতে বাধা দেয়। এরপর রাত ১০ টা নাগাদ ফের কৃষ্ণ নামে ওই যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বাধা দিতে গেলে কৃষ্ণ জানায় কাজের ব্যপারে কথা বলব। সেই বলে বাড়ি থেকে একটু দূরে একটি পরিত্যক্ত ঘরে বসে কৃষ্ণ কমল সহ আরও দুই যুবক এক সঙ্গে মদের আসর বসায়। সকালে পরিবারের লোকজন খবর পায় পাশের একটি জবাফুল বাগানে পঙ্কজের দেহ পড়ে।
মৃতের দাদা পরিমল শিকারীর অভিযোগ, তাঁর ভাইয়ের কাছে বেশ কিছু টাকা ও দামি মোবাইল ছিল। মদের আসরে এই ঘরের মধ্যে তাকে খুন করে জবাফুল বাগানে ফেলে চম্পট দিয়েছে তার বন্ধুরা। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে গাইঘাটা থানায় অভিযোগ জানিয়েছে। গাইঘাটা থানার পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

