সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২০ মার্চ: স্ত্রী ও শিশু কন্যাকে অপহরণের দায়ে অভিযুক্ত যুবককে চলন্ত বাসে ছুরি দিয়ে আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁকুড়া শহরের মল্লশ্বর পল্লী এলাকায়। এই ঘটনায় বাসের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
জানাগেছে, মালদহের হাবিবপুরের নমিতার সাথে বিয়ে হয় বাঁকুড়ার সিমলাপাল থানার অলকাধড়ার বাসিন্দা সৌরভ সিংহবাবুর। তাদের বছর তিনেকের একটি শিশু কন্যা রয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি থেকে শিশু কন্যা ও নমিতা অপহৃত হন। এই কাজে ময়ূরেশ্বরের যুবক শেখ ঔরঙ্গজেব যুক্ত বলে স্হানীয় থানায় অভিযোগ দায়ের করেন নমিতার শাশুড়ি অর্চিতা সিংহ। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে।
জানা যায় নমিতাকে দুর্গাপুরে ভাড়া বাড়িতে নিয়ে এসেছে ঔরঙ্গজেব। গতকাল নমিতাকে সঙ্গে নিয়ে খাতড়া আদালতে আত্মসমর্পণ করতে আসে ঔরঙ্গজেব। এই খবর পেয়ে সৌরভ নিজ স্ত্রী ও কন্যাকে উদ্ধার করতে বাঁকুড়া শহরের কেরানিবাঁধে দুর্গাপুরেগামী বাসের অপেক্ষা করতে থাকে। খাতড়া থেকে ফেরার জন্য দুর্গাপুরগামী ওই বাসটিতে ঔরঙ্গজেব ও নমিতা আছে বলে খবর পেয়ে ঐ বাসটিতে ওঠে সৌরভ। বাসের মধ্যে ঔরঙ্গজেবকে দেখতে পেয়ে সে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং ছুরি দিয়ে আক্রমণ করে। সৌরভ সরাসরি ঔরঙ্গজেব এর গলায় ছুরি চালায়। তাকে বাঁচাতে নমিতা এগিয়ে এলে সেও আক্রান্ত হয়। বাসের মধ্যে এই ঘটনায় যাত্রীরা চেঁচামেচি শুরু করলে সৌরভ চলন্ত বাস থেকে নেমে চম্পট দেয়। এই অবস্থা দেখে বাসচালক গাড়িটিকে থানায় নিয়ে যায়। পুলিশ ছুরির আঘাতে জখম ঔরঙ্গজেব ও নমিতাকে হাসপাতালে নিয়ে যায়।