আমাদের ভারত, আরামবাগ, ৫ নভেম্বর: খুঁটি পুজোর মাধ্যমে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলের প্রস্তুতি নিল আরামবাগের একটি ক্লাব। আরামবাগ বয়েজ স্কুল মাঠে জগদ্ধাত্রী পুজোর ৫১ তম বর্ষে খুঁটি পুজো করল আরামবাগ স্পোটিং অ্যাসোসিয়েশনের ক্লাব কর্তৃপক্ষ। এই খুটি পুজোয় উপস্থিত ছিলেন এলাকার সমস্ত বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে স্পোর্টিং অ্যাসোসিয়েশন ক্লাবের সামনে পুরোহিত ডেকে খুঁটি পুজো করা হয়। এদিন ক্লাবের সমস্ত সদস্য এই খুঁটি পুজোয় অংশগ্রহণ করেন।
পুজো কমিটির এক সদস্য বলেন, করোনা আবহের মধ্যেও আমাদের জগদ্ধাত্রী পুজো করতে হচ্ছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক কিছু বাদ দেওয়া হয়েছে। যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান আতসবাজির সব কিছুই ।