সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ৭ নভেম্বর: পারিবারিক অশান্তির জেরে বৌদিকে খুন করলো দেওর। অভিযুক্তকে গ্রেফতার করলো বাঘমুন্ডি থানার পুলিশ। আজ তাকে জেলা আদালতে তোলা হয়।
বাঘমুন্ডি থানা গ্রামের রুহিদাস পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। গতকাল সন্ধ্যায় আচমকাই দেওর ভৃগুরাম রুহিদাস সম্পর্কে বৌদি নীলমণি রুহিদাসকে (৪০) কুড়ুল দিয়ে হামলা চালায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন নীলমণি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে পাথরডি ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। রাতেই অভিযুক্ত দেওর ভৃগুরাম রুহিদাসকে গ্রেফতার করে। দেহের ময়না তদন্ত হয় পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজের মর্গে। অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে পুলিশ হেফাজত হয় তার। অভিযুক্তের বিরুদ্ধে খুন সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে।
মৃতের স্বামী পূর্ণ চন্দ্র রুহিদাস জানান, “সোমবার বিকেলে কালীপুজো উপলক্ষ্যে বাড়ির দেওয়ালে মাটি দিচ্ছিল আমার স্ত্রী। মাটি দেওয়াকে কেন্দ্র করে সেই সময় জ্ঞাতি সম্পর্কের ভাইয়ের সঙ্গে বচসা হয় স্ত্রীর। জমি সংক্রান্ত পুরানো বিবাদ ওই পরিবারের সঙ্গে আমাদের ছিলই। তারই জেরে আমার স্ত্রীর সঙ্গে বচসা হয়। উত্তেজিত হয়ে কুড়ুল দিয়ে বধূর গলায় আঘাত করে হত্যা করে। ওর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা চাইছি।”