জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ আগস্ট:
জন্মাষ্টমীর দিন দুর্গাপুজোর খুঁটি পুজো হল মেদিনীপুর শহরের কয়েকটি বড় পুজোর। এরমধ্যে রয়েছে বিধাননগর, বিধাননগর পূর্ব, ছোটবাজার, রবীন্দ্রনগর, কর্ণেলগোলা সর্বজনীনের ভিত পুজো হয়। বিধাননগর সর্বজনীন এবছর ৪৩ বছরে পড়লো। এবার এই পুজো মহিলা পরিচালিত। পুজো কমিটির সম্পাদিকা রীনা মহাপাত্র, বিদায়ী কাউন্সিলর মৌ রায়, সদস্যা সোমা বেরা সুস্মিতা ভট্টাচার্য জানান, কোভিড বিধি মেনে তাঁরা ভালো পুজো করবেন।