অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ২৭ জানুয়ারি:
মাড়োয়ারিদের বাঙালিদের বিষোদ্গারের কড়া প্রতিবাদ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। শনিবার তিনি এক্স হ্যাণ্ডেলে মন্তব্য করেন, খাটনি আর ঝুঁকি নেওয়া বাঙালিদের দ্বারা হবে না”,
তিনি লিখেছেন, “যে সব অপোগন্ড, বেকার, বাঙালি হিন্দু ছেলেরা মূলো পার্টির বি-টিমের প্ররোচনায় ‘মেরো’ বিষোদ্গার করছে, তারা একটা মাড়োয়ারির গদিতে বেয়ারার চাকরি পেলে মালিকের জুতো চাটবে।
মাড়োয়ারির সঙ্গে প্রতিযোগিতা করে তাদের জায়গা ছিনিয়ে নিতে বাঙালি হিন্দুদের কে বারণ করেছে? কিন্তু তা করতে গেলে যা খাটতে আর ঝুঁকি নিতে হবে তা এদের দ্বারা হবে না।”
প্রতিক্রিয়ায় এক নেটনাগরিক লিখেছেন, “আমি একটি বাচ্চা ছেলেকে চিনি, বাঙালি, একটি স্টার্টআপ করেছে, কিছু পয়সাকড়িও জোগাড় করেছে, অসম্ভব খাটছে, কিন্তু করছে ব্যাঙ্গালোরে। অতএব বাঙালি জাতি হিসাবে বোধয় অলস নয়, তার অনেক উদাহরণ আছে, কিন্তু পশ্চিমবঙ্গেরবাঙালি অন্য বিষয়।”
তথাগতবাবু লিখেছেন, “জ্যোতি বসুর নিকটাত্মীয় বিজন নাগ একজন সফল শিল্পপতি, আইএফবি গ্রুপের পুরোধা। কিন্তু তিনি ওয়াশিং মেশিনের কারখানা করেছেন গোয়াতে। প্রবাসী বাঙালি আর পশ্চিমবঙ্গের বাঙালির মধ্যে দুস্তর তফাৎ। এক শতাব্দীর বামপন্থী কু-শিক্ষার ফলে, পশ্চিমবঙ্গের বাঙালি বুঝে গেছে তাদের শুধু অধিকার আছে, দায়িত্ব বা কর্তব্য কিছুই নেই।”

