করোনা নিয়ে যুগান্তকারী আবিস্কার! সংক্রমণের পূর্বাভাস দেবে খড়গপুর আইআইটি

জে মাহাতো, মেদিনীপুর, ২৪ জুন: আবহাওয়া দপ্তরের প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাসের মতো এবার করোনা সংক্রমনের পূর্বাভাস দেবে খড়গপুর আইআইটিl এর ফলে যে এলাকায় সংক্রমণের ইঙ্গিত পাওয়া যাবে সেইসব এলাকাগুলিতে আগে থেকেই ব্যবস্থা নিতে পারবে এলাকার বাসিন্দারা এবং প্রশাসনl যুগান্তকারী এই আবিষ্কার করোনার মতো মহামারী রুখতে পারবে বলে খড়গপুর আইআইটির গবেষকদের বিশ্বাস। তাঁরা জানিয়েছেন, এর জন্য নিখুঁত পরিসংখ্যান বিদ্যা এবং তার প্রয়োগকে কাজে লাগাতে হবে।

আইআইটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অভিজিৎ দাসের আবিষ্কৃত এরকম একটি লজিস্টিক মডেল থেকে করোনা সংক্রমণের দৈনিক পরিসংখ্যান পাওয়া যাবেl এজন্য মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, দিল্লি, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং পশ্চিম বঙ্গের মতো করোনা সংক্রমিত আটটি রাজ্যের সংক্রমণ বিষয়ক যাবতীয় তথ্য এই মডেলটিতে অন্তর্ভুক্ত করা হচ্ছেl অধ্যাপক অভিজিৎ দাস জানিয়েছেন, আগে থেকে তৈরি করা একটি বিশেষ সফটওয়্যার এইসব সংগৃহীত তথ্যগুলি বিশ্লেষণ করবেl তারপর কোন এলাকায় করোনা সংক্রমণ কিভাবে বাড়বে এবং তার ঘনত্বের পরিমাণ কেমন হবে সেই পূর্বাভাস পাওয়া যাবেl এই ডোমেইন থেকে প্রাপ্ত তথ্য থেকে শিল্প, অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিশেষজ্ঞরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেনl

সমগ্র করোনা পরিস্থিতি বিশ্লেষণের সময় পুরনো ডেটার সঙ্গে বর্তমানের প্রাপ্ত তথ্যের তুলনা করে এই অনুমান রেখা ভবিষ্যতে করোনা বিনাশ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেl এই লজেস্টিক  মডেল থেকে এলাকায় কোভিড সংক্রমনের গতি ও  তার আশেপাশের এলাকায় পরিযায়ী শ্রমিক বা অন্য কোনও কারণে সংক্রমণ বিন্যাস হয়েছে কিনা এবং জায়গাটি কতটা নিরাপদ, এসব তথ্য জানা যাবে।

আইআইটির ডিরেক্টর বি কে তেওয়ারি জানিয়েছেন, করোনার মত বিপর্যয়ে এলাকাগুলির মানুষ সুনির্দিষ্ট  আগাম কোনো পরিকল্পনা নিতে পারেননি। কিন্তু এবার এই নিখুঁত পরিসংখ্যান মডেলের সাহায্যে করা গবেষণা থেকে মানুষ তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে সক্ষম হবেনl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *