ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় আইআইটি গেটের সামনে বিক্ষোভ অবস্থান খড়্গপুর শহর তৃণমূলের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ অক্টোবর: খড়্গপুর আইআইটিতে ছাত্র মৃত্যুর ঘটনায় এবার পথে নামল তৃণমূল। খড়্গপুর আইআইটিতে তৃতীয় বর্ষের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হয়। রুমের ভেতর পচন ধরে যায় দেহে।
তারপরে গতকাল তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় তার ছেলেকে খুন করা হয়েছে। আর আজ আন্দোলনে নামলো তৃণমূল।

খড়্গপুর শহর তৃণমূলের পক্ষ থেকে খড়্গপুর আইআইটি গেটের সামনে বিক্ষোভ অবস্থানে বসেছে শহর তৃণমূল নেতৃত্ব। এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন পিংলার বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলার কোঅর্ডিনেটর অজিত মাইতি, খড়্গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার, প্রাক্তন চেয়ারম্যান জহর পাল, যুব নেতা অসিত পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ কর্মসূচিতে অজিত মাইতি জানান যে, এই আইআইটি কসাইখানায় পরিণত হয়েছে। একটি পর একটি মেধাবী শিক্ষার্থীদের মৃত্যু হয়েছে গত কয়েক বছরের মধ্যে। কর্তৃপক্ষ কি করেছে? তাদের পরিবারের জন্য কি করেছে? আইআইটি কি মঙ্গল গ্রহের? বিধান রায়ের স্বপ্ন, জ‌হরলাল নেহরুর স্বপ্ন? তাকে এভাবে ধ্বংস করে দিচ্ছে কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন দপ্তর। আমরা একে এভাবে ধ্বংস হতে দেবো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *