পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে বিজয়া সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মহিলা মোর্চার সভাপতি পারিজাত সেনগুপ্ত, জেলা সম্পাদিকা শম্পা মন্ডল সহ একাধিক মহিলা মোর্চার নেত্রীরা।

এদিন বিজয়া সম্মেলনে অনুষ্ঠানে কংগ্রেস, তৃণমূল ও সিপিএম ছেড়ে প্রায় ৩০ জন মহিলা নেত্রী বিজেপিতে যোগদান করেন বলে দাবি করেন বিজেপি নেত্রীরা। পাশাপাশি রাজ্যে ক্রমশ বেড়ে চলা মহিলাদের উপর অত্যাচার এবং ধর্ষণের ঘটনা নিয়ে কার্যত সরব হয়েছেন মহিলা নেত্রীরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র জানিয়েছেন, যেভাবে রাজ্যে ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে এতে বিজেপির ওপর আস্থা রাখছে মহিলারা। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দাগেন ফাল্গুনী পাত্র। তিনি বলেন, ধর্ষকদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী।


