আমাদের ভারত, ৬ ডিসেম্বর: এয়ার ইন্ডিয়ার পর এবার ভারতে সংসদ ভবনে হামলার হুমকি দিল খালিস্থানি নেতা গুরুপতবন্দ সিং পান্নুন। ২০০১ সালের ১৩ ডিসেম্বর সংসদে হামলা হয়েছিল। সেই দিন, বা তার আগে পিছে একটি দিনে সংসদে আবার হামলা করবে খালিস্তানি জঙ্গিরা বলে ভিডিও পোস্ট করে হুমকি দিয়েছেন পান্নুন। যে ভিডিওতে ওই হুমকি দিয়েছে পান্নুন, তার শিরোনাম দিল্লি বনেগা খালিস্তান।
ভিডিওতে পান্নুনকে দাবি করতে শোনা গেছে, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি তাকে হত্যার ছক কষলেও ব্যর্থ হয়েছে। এবার তার বদলা নিতে ১৩ ডিসেম্বরের আগে বা পরে খালিস্থানিরা সংসদে হামলা করবে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে ২০০১ সালের সংসদ হামলার প্রধান অভিযুক্ত আফজাল গুরুর ছবি। ভিডিও ক্যাপশনে লেখা দিল্লি বনেগা খালিস্তান।
সোমবার থেকেই সংসদে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে যা ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে। এরই মধ্যে খালিস্থানি নেতার এই হুমকি ঘিরে চাঞ্চল সৃষ্টি হয়েছে।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই সতর্ক হয়েছে কেন্দ্র সরকার। গোয়েন্দা সংস্থাগুলির দাবি, আইএসআই- এর তরফেও পান্নুনকে সংসদে হামলার জন্য উস্কানি দেওয়া হয়েছে।
কানাডার মাটিতে খালিস্তানি জঙ্গি নেতা হারদীপ সিং নির্জ্জরকে খুনে ভারতের হাত রয়েছে বলে অভিযোগ ওঠে। কিন্তু এখনো এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ মেলেনি। তবে ভারত ও কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কে অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে প্রকাশ্য আসে পান্নুনকে খুনের ছক নিয়ে। মার্কিন রিপোর্টে বলা হয় পান্নুনকে হত্যার ছক হয়েছে। এবার পান্নুন হুমকি দিল সংসদে হামলার। অন্যদিকে এর আগে এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা চালানোর হুমকি দিয়েছিল খালিস্থানিরা।