ক্যালিফোর্নিয়ার মন্দিরে খালিস্তানি হামলা, ভারত বিরোধীদের কড়া বার্তা বিদেশমন্ত্রী জয়শঙ্করের

আমাদের ভারত, ২৪ ডিসেম্বর:
আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত একটি হিন্দু মন্দিরের দেওয়ালে ভারত বিরোধী বার্তা লেখা হয়েছে। অষ্ট্রেলিয়া, কানাডার পর ক্যালিফোর্নিয়ার মন্দিরে খালিস্তানি হামলার এই ঘটনায় মুখ খুলেছেন কেন্দ্রের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। এই ইস্যুতে ভারত বিরোধী চরমপন্থীদের কড়া বার্তা দিয়েছেন বিদেশ মন্ত্রী।

ক্যালিফোর্নিয়ায় হিন্দু মন্দিরে খালিস্তানিদের হামলার বিষয়ে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী জয় শংকর বলেন, “ভারত বিরোধী চরমপন্থী বিচ্ছিন্নতাবাদী এবং এই ধরনের শক্তিকে বিদেশের মাটিতে স্থান দেওয়া উচিত নয়। মন্দিরে হামলার ঘটনা প্রসঙ্গে আমেরিকায় আমাদের কনসুলেট সেখানকার সরকার ও পুলিশের কাছে অভিযোগ করেছে। এই ঘটনা তদন্ত চলছে।”

জানা গেছে নিউইয়র্ক শহরে একটি হিন্দু মন্দিরে হামলা চালিয়েছে খালিস্তানপন্থীরা। খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা গ্রাফিটি আকার মন্দিরের দেওয়ালে হুমকির স্লোগান লিখেছে বলে অভিযোগ।

সাম্প্রতিক সময়ে আমেরিকা ও কানাডায় খালিস্তানিদের গতিবিধি বেড়েছে। এদিকে মার্কিন নাগরিক পান্নুনকে সম্প্রতি খুন করার ছক কষেছে ভারতের এক সরকারি আধিকারিক বলে অভিযোগ উঠেছে। এসব কিছুর মাঝে ক্যালিফোর্নিয়ার এই মন্দিরের দেওয়াল বিকৃত করা হলো।

ক্যালিফোর্নিয়ার মন্দিরে দেওয়ালে ভারত বিরোধী স্লোগান লেখার ঘটনায় মুখ খুলেছে আমেরিকায় অবস্থিত ভারতীয় কনসুলেট। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দূতাবাসের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে লেখা হয়, ক্যালিফোর্নিয়ার নিউইয়র্কের এস এম ভি এস মন্দিরে ভারত বিরোধী স্লোগান দিয়ে বিকৃত করার ঘটনার তীব্র নিন্দা করছি আমরা। এই ঘটনা ভারতীয়দের ভাবাবেগে আঘাত করেছে। এই বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, ঘটনার তদন্ত দ্রুত সম্পন্ন করা হোক। যারা মন্দিরের ভাঙ্গচুরের পেছনে আছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *