পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: পুজোর আগেই খড়্গপুরে নতুন শোরুম কেজিএন মার্বেলের। রবিবার কেজিএন মার্বেলের ষষ্ঠতম শোরুমের উদ্বোধন হয়ে গেলো পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর নানকার শ্যামরায়পুর এলাকায়। জানাগিয়েছে, দেশের নামি দামি ব্রান্ডের টাইলস ও মার্বেলের বিরাট কালেকশন নিয়ে বাজার কাঁপাতে মাঠে নামলো এই শোরুম।

রবিবার ফিতে কেটে শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেজিএন- এর চেয়ারম্যান শেখ মুজিবুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাক টাইলস এর সিনিয়র রিজিওনাল ম্যানেজার সুভাশিষ চৌধুরী, পেভিট শেরামিক- এর বেঙ্গল হেড সুফি ইসলাম, রে শেরামিক- এর সিনিয়র ম্যানেজার বিকাশ গুপ্তা সহ কেজিএন- এর ডিরেক্টর সেখ সিরাজুল হক, ইমান হোসেন, জাকির হোসেন এবং মহম্মদ সেলিম। নানকার হাইরুটে ডন বস্কো স্কুলের বিপরীতে এই শোরুম সুবিশাল এলাকা বিশিষ্ট স্থানে বিপুল সম্ভার নিয়ে এলাকার মানুষকে পরিষেবা দেবে।

ডিরেক্টর সিরাজুল হক বলেন, “অতি সাধারণ পরিবার থেকে মধ্যবিত্ত, উচ্চবিত্ত সব ধরনের কাস্টমারদের জন্য বিভিন্ন কম্পানির টাইলস, মার্বেলের প্রচুর সম্ভার আছে। এই শোরুম শধু দু’ একটা কোম্পানির সাথে নয়, দেশ বিদেশের বিভিন্ন নামি দামি ব্রান্ডের সাথে কাজ করে চলেছে।” মেদিনীপুর জুরে বিরাট পরিষেবা দিতেই এই শোরুমের উদ্বোধন বলে জানান কেজিএন মার্বেলের ডিরেক্টর সিরাজুল হক।

