কেষ্টর আর্জি খারিজ, উল্টে ১ লাখ টাকা জরিমানা, আটকানো গেল না দিল্লি যাওয়া

আমাদের ভারত, ৪ মার্চ: কোনো রকম রক্ষা কবোচ মিললোই না বরং উল্টে এক লাখ টাকা জরিমানা করা হলো কেষ্টকে। ফলে অনুব্রতে ফলে দিল্লি যাত্রা আর ঠেকানো গেল না। শনিবার বিচারপতি বিবেক চৌধুরীর বিশেষ বেঞ্চে ধাক্কা খেলেন অনুব্রত মণ্ডল।

হাইকোর্টের নির্দেশের পরেই অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ায় আর কোনো বাধাই থাকলো না। রাইস এভিনিউ আদালত চলতি সপ্তাহেই ইডিকে প্রশ্ন করেছিল কেন অনুব্রতকে দিল্লি নিয়ে আসা হচ্ছে না? তারপরেই বীরভূমের নেতাকে দিল্লি নিয়ে আসার তোরজোড় শুরু হয়। আসানসোলে সিবিআই আদালতে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন করা হয়। ইডির আবেদন গত বৃহস্পতিবার মঞ্জুর করে কোর্ট। কিন্তু দিল্লি যাওয়া আটকাতে কলকাতা ও দিল্লি হাইকোর্টে আবেদন করেন কেষ্ট।

দিল্লি হাইকোর্টে জরুরি ভিত্তিতে এই মামলা শুনানির আর্জি জানানো হয়। যদিও দিল্লি হাইকোর্ট সেই আর্জি খারিজ করে দেয়। ওই দিনই কলকাতা হাইকোর্টে শুনানি ছিল অনুব্রতর মামলার। যদিও গতকাল মামলা শোনেননি বিচারপতি বিবেক চৌধুরী।

এরপর শনিবার আদালতে শুনানিতে অনুব্রতর আইনজীবী জানান, শারীরিকভাবে অসুস্থ রয়েছেন তার মক্কেল। তখনই ইডির তরফে বলা হয় প্রয়োজনে দিল্লির এইমসে চিকিৎসা করানো যেতে পারে কেষ্টর। এদিনের শুনানিতে বিচারপতি অনুব্রতর আইনজীবীর উদ্দেশ্যে বলেন, মামলাটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা মৌখিক বক্তব্যের ভিত্তিতে এখন এই আবেদন করেছেন? এমন একটা গরম মামলায় আপনারা চার মাসের বেশি শুধু মৌখিক আশ্বাসে উপরে বসে থাকলেন কেন? সেটা রেকর্ড করালেন না?

অনুব্রতর আইনজীবী জানান, আমরা পেশাগত সৌজন্যতার উপর ভরসা রেখেছিলাম। গত ২১ ডিসেম্বর জেল কর্তৃপক্ষ ইডিকে ইমেইল করে জানায়, এখনই কোনো পদক্ষেপ করা হবে না কিন্তু তারপরেও কেন এমন করেছে ইডি? তখন ইডির পক্ষের আইনজীবী আদালতে বলেন, তথ্য গোপন করার অভিযোগ রয়েছে অনুব্রতর বিরুদ্ধে। ছুটির দিনে আদালতের সময় নষ্ট করা হচ্ছে। একজন আইনজীবী হিসেবে বলবো অনুব্রতকে বড় অংকের জরিমানা করা হোক। তারপরেই হাইকোর্ট জানিয়ে দেয় এই মামলায় আদালত কোনো হস্তক্ষেপ করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *