পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ আগস্ট: কন্যাশ্রী দিবসের ঠিক আগের দিন নিজের বিয়ে রুখে দিয়ে নজির গড়ল কেশপুর ব্লকের দশম শ্রেণির এক কন্যাশ্রী। নাবালিকা বিয়ে আটকানোর এই সাহসী পদক্ষেপে জেলার সর্বত্র প্রশংসার ঝড় উঠেছে।বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ হলে আয়োজিত কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে তাকে বিশেষভাবে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক খুরশিদ আলি কাদরি, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, বিধায়ক সুজয় হাজারা, অজিত মাইতি, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।
জেলা শাসক জানান, “কন্যাশ্রীরা জেলার গর্ব। তাঁদের কাজকে কুর্নিশ জানাচ্ছি। প্রতিটি কন্যাশ্রী ক্লাব ভালো কাজ করছে।”
এদিন জেলার ৭ জন কন্যাশ্রীকে পুরস্কৃত করা হয়। এছাড়া পশ্চিম মেদিনীপুর জেলার চারজন কন্যাশ্রী রাজ্যস্তরীয় পুরস্কার অর্জন করে জেলার মুখ উজ্জ্বল করেছে। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কেশপুরের সেই সাহসী কন্যাশ্রী, যিনি নিজের নাবালিকা বিয়ে রুখে দিয়ে সমাজে অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করল।