Hool Day, Keshiari, কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির উদ্যোগে হুল দিবস পালন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুন: সোমবার আদিবাসী সম্প্রদায়ের হুল দিবস৷ সারা জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির উদ্যোগে বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্যে দিয়ে হুল দিবস উদযাপন করা হয়। এদিন কেশিয়াড়ি বাজার এলাকায় এই বর্ণাঢ্য শোভাযাত্রা পরিক্রমা করার পর রবীন্দ্রভবনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে হুল দিবস উদযাপন করা হয়।

উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক রাউত, পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সিট, জেলা পরিষদের সদস্য তথা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মামনি মান্ডি, অন্যান্য পঞ্চায়েত সদস্য ও বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *