Tathagata, Abhishek, “বেঁধে রাখুন,” অভিষেকের নিদানকে কটাক্ষ তথাগত রায়ের

আমাদের ভারত, ৩০ অক্টোবর: বুধবার পানিহাটিতে ‘এনআরসি আতঙ্কে আত্মঘাতী’ প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করে বেরিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিজেপির লোকেরা এখানে এলে বাবা-ঠাকুরদার সার্টিফিকেট চাইবেন। না দিতে পারলে বেঁধে রাখবেন।” বৃহস্পতিবার সেই মন্তব্যকে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “বাংলার খোকাবাবুর তো ফোঁস ফোঁস করায় ক্ষান্তি নেই! একুশে জুলাই আলংকারিক ভাষায় বলেছিল। “Yes Sir. No Sir!”. কিন্তু শেষপর্যন্ত হচ্ছে স্যার!

এখন বলছে, গাছে বেঁধে রাখুন! কিন্তু একবালপুর, মেটেবুরুজ, তিলজলা, রাজাবাজারে কী করবে? সেখানে তো গাছ নেই!

কিন্তু প্রশ্ন, পিসি খুশি তো? না! পিসি মহা দুশ্চিন্তায়?”

প্রসঙ্গত, অভিষেকের এ হেন ‘নিদান’ নিয়ে প্রধান বিরোধী দল বিজেপি-ও পাল্টা সরব হয়েছে। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, ‘‘কী করবেন? বিএলও-দের মারবেন? গাছে বেঁধে রাখবেন? এটা সরকার চলছে একটা? এটা কি অঘোষিত জরুরি অবস্থা? পশ্চিমবঙ্গ কি একটা বিচ্ছিন্ন রাষ্ট্র? নাকি দুটো মিলিয়ে একসঙ্গে বাংলাদেশ করে দেবেন?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *