কালকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নজর রাখুন! কোন ইঙ্গিত দিতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

আমাদের ভারত, ১ জানুয়ারি: সোমবার নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক। সেই বৈঠকে উপস্থিত থাকবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকের ২৪ ঘণ্টা আগে তৃণমূল ভবনের ভিত পূজার অনুষ্ঠান থেকে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, কালকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ নজর রাখুন আপনারা।

রবিবার অভিষেকের এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তাহলে আগামীকাল বড় কোনো চমক আছে? এই বড় চমক বলতে অনেকেই মনে করছেন সোমবার অন্য কোনো দল থেকে কেউ তৃণমূলে যোগ দিতে পারেন? যদিও এই ব্যাপারে সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিছুই বলেননি। আগামীকালের মিটিং নিয়ে কিছুটা রহস্যই রেখে দিয়েছেন তিনি।

অভিষেক বলেন, আগামীকাল দলের সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকবেন দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে দলের বিধায়ক সাংসদ থেকে শুরু করে সর্বস্তরের নেতৃত্ববৃন্দ উপস্থিত থাকবেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু দিক নির্দেশিকা দেবেন আগামী দিনে আমরা সেই নির্দেশ মেনে কাজ করবে এবং সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বো। এরপরই তিনি বলেন, “কালকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের অনুরোধ করবো আপনারা একটু নজর রাখুন।” অভিষেকের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অভিষেকের নজরে রাখুন মন্তব্য নিয়ে অনেকেই মনে করছেন শুধু নির্দেশ নয় কিছু চমক অপেক্ষা করছে।

গত ডিসেম্বরে কাঁথিতে জনসভা করতে গিয়ে অভিষেক বলেছিলেন আমি যদি দরজাটা একবার খুলি তাহলে বিজেপি পার্টিটাই উঠে যাবে। এরপরেই জল্পনা তৈরি হয়েছে তাহলে কি বাংলায় ফের একবার বিরোধী দলে ভাঙন দেখা যাবে? সেই জল্পনাই আবার একবার উস্কে দিয়েছেন অভিষেকের নজরে রাখুন মন্তব্য।

এই প্রসঙ্গে অভিষেককে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আপনারা কি অপেক্ষা করে আছেন দরজাটা কবে ফাঁক হবে? পলিটিক্সে টাইমিং গুরুত্বপূর্ণ। তাই ঠিক সময় দরজা ফাঁক শুধু নয় পুরো খোলা হবে। এখন দেখার সেই দরজা কি আগামী কালই খুলবে? সেই দরজা দিয়ে কে আসবে তৃণমূলে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *