Kaustab Bagchi, BJP, চিকিৎসককে হেনস্থার অভিযোগে মোহনপুর থানায় হাজিরা কৌস্তব বাগচীর, তাঁকে হেনস্থা করতেই ডেকেছে পুলিশ, বললেন বিজেপি নেতা

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৩ জুলাই: বেসরকারি নার্সিং হোমে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে হেনস্থা করার অভিযোগে অবশেষে মোহনপুর থানায় হাজিরা দিলেন বিজেপি নেতা কৌস্তব বাগচী। পুলিশের করা প্রশ্নের কোনো মাথামুন্ডু নেই, তাঁকে হেনস্থা করতেই পুলিশি তলব বলে পাল্টা অভিযোগ করলেন কৌস্তব বাগচী।

সম্প্রতি ব্যারাকপুর- কল্যাণী এক্সপ্রেসেওয়ে সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপি নেতা কৌস্তব বাগচীর বিরুদ্ধে। সোশ্যাল মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হওয়ার পরই চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে কড়া মনোভাব প্রকাশ করেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক ও শাসক দলের নেতারা। এরপর বিজেপি নেতা কৌস্তব বাগচী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে নার্সিং হোম কর্তৃপক্ষও হেনস্থার মুখে পরা চিকিৎসক থানায় অভিযোগ দায়ের করেন। এরপর চিকিৎসকদের হুমকির প্রসঙ্গে বিজেপি নেতা কৌস্তব বাগচীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মোহনপুর থানার পুলিশের তরফ থেকে একাধিকবার কৌস্তব বাগচীকে তলব করা হয়। কিন্তু সেই সময় তিনি সেই পুলিশি তলব এড়িয়ে গিয়ে তিনি আদালতের কাছে অগ্রিম জামিনের আবেদন করেন।

এবার আদালতের জামিন পাওয়ার পর শনিবার মোহনপুর থানায় হাজিরা দিলেন এই বিজেপি নেতা। ১৫ মিনিট তাকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা। এদিন তিনি একা নন, বেশ কিছু দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মোহনপুর থানায় উপস্থিত হন।

জেরা শেষ করে বাইরে এসে পুলিশকে একহাত নিয়ে বিজেপি নেতা কৌস্তুব বাগচী বলেন, “সম্পূর্ণ উদ্যেশ্য প্রণোদিত ভাবে আমাকে হেনস্তা করবে বলেই এখানে ডাকা হয়েছিল। এরা দেখে ডেকেছিল, কিন্তু কী বিষয়ে প্রশ্ন করতে হবে সেটাই বুঝে উঠতে পারেনি। কতগুলো ভুলভাল প্রশ্ন করেছিল। যতদূর সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ভুলভাল প্রশ্ন আমাকে করা হলো। পুলিশ তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। তৃণমূল বিধায়কের ক্ষেত্রে পুলিশ যতটা নিষ্ক্রিয়, সেই একই ঘটনায় বিজেপি নেতাদের প্রতি পুলিশ অতি সক্রিয়। ওই দিনের ঘটনার সত্যতা আমরা আদালতেই প্রমাণ করবো। সেই রাতের সমস্ত সিসি টিভি ফুটেজ প্রমাণ স্বরূপ আদালতে দেবো। অন্যায়ের প্রতিবাদ করলে এই রাজ্যে এমন ঘটনাই ঘটে। আর তৃণমূলের সরকার সব সময় বিজেপি নেতা কর্মীদের আইনের জালে আটকাতে চাইছে। তাই সেদিন যারা ওই ঘটনার সময় ওখানে ছিলেন না, তাদের নামও অভিযোগ পত্রতে ঢুকিয়ে দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *