আমাদের ভারত, ১০ জানুয়ারি: ভিড়ে মিশে রাম মন্দিরের ভিতরে ঢুকে নমাজ পড়ার চেষ্টা করে এক মুসলিম প্রৌঢ়। সেই ঘটনা নজরে আসতেই সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটক করল পুলিশ। শুক্রবার দুপুর দুটো নাগাদ চঞ্চল্যকর ঘটনা ঘটেছে অযোধ্যার রাম মন্দিরে। বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। বাড়ানো হয়েছে মন্দিরের নিরাপত্তা।
জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম আহমেদ শেখ। তিনি জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলার বাসিন্দা। আধিকারিকদের দাবি অনুযায়ী, শুক্রবার দুপুরে অন্যান্য পুণ্যার্থীদের সঙ্গে মিশে রাম মন্দিরে প্রবেশ করেন ৫৫ বছরের ওই প্রৌঢ়। প্রথমে মন্দিরে ঢুকে আশপাশ ঘুরে দেখার পর তিনি সীতা রসৌয়ের কাছে গিয়ে বসে পড়েন। সেখানে চাদর বিছিয়ে নমাজ পড়ার প্রস্তুতি নেন আহমেদ।
ঘটনা নজরে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে ছুটে আসেন নিরাপত্তা রক্ষীরা। তাকে আটক করা হয় ও পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
নিরাপত্তারক্ষীদের অভিযোগ, আটক করার পর ধর্মীয় স্লোগান দিতে শুরু করেন ওই ব্যক্তি। তাকে আটক করার পরই নিরাপত্তারক্ষীদের তরফে খবর দেওয়া হয় পুলিশ, সিআরপিএফ, এসএসএফ সহ এজেন্সি গুলিকে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, ধর্মীয় বিদ্বেষ ছড়াতেই রামমন্দিরে ঢুকেছিলেন অভিযুক্ত। তার অযোধ্যায় আসার উদ্দেশ্য, তার সঙ্গে অন্য কেউ রয়েছেন কিনা, সবটা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের তরফে জানা গিয়েছে, সে অযোধ্যায় আসার আগে আজমেরে গিয়েছিলেন।
সামনের সপ্তাহে মকর সংক্রান্তি উপলক্ষে জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে অযোধ্যায়। অনুমান বিপুল সংখ্যক মানুষ এই সময় এখানে আসবেন, আর তার আগে এই ঘটনায় নড়েচড়ে বসলো প্রশাসন।

