ফের রক্তাক্ত কাশ্মীর! জঙ্গি হামলায় শহীদ ১ পুলিশকর্মী ও২ সিআরপিএফ জাওয়ান

আমাদের ভারত, ১৭ আগস্ট: ফের রক্তাক্ত হলো কাশ্মীর। জঙ্গি হামলায় শহীদ হয়েছেন দু’জন সিআরপিএফ জাওয়ান ও পুলিশের এক কর্মী। পুলিশ সূত্রে খবর বারামুল্লা জেলার ক্রেরি এলাকায় নাকা চেকিং চলাকালীন এদিন পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। সোমবার সকালে ঘটনাটি ঘটে নাকা চেকিংয়ের সময়।

জানা গেছে নাকা চেকিং এর সময় হঠাৎ করেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। ঘটনাস্থলেই গুলির আঘাতে শহীদ হন পুলিশের এক কর্মী। একইভাবে জঙ্গিদের গুলির শহীদ হন ২ সিআরপিএফ জাওয়ানও। ঘটনার পরই বিরাট সিআরপিএফ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে।

বারামুল্লা জেলা জুড়ে কোন জঙ্গি দল লুকিয়ে আছে কিনা তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ক্রেরি এলাকায় পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী হামলাকারী জঙ্গিদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।

দিন কয়েক আগে নওগাঁও এলাকায় একটি পুলিশ কনভয়ের উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেখানেও জম্মু-কাশ্মীর পুলিশের দুই পুলিশ কর্মীর মৃত্যু হয়। শ্রীনগরের বাইরে এই রকম পরপর দুটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আগের দিনের ঘটনায় আহত হয়েছিলেন বেশ ক’জন। হাসপাতালে চিকিৎসা চলাকালীন দু’জনের মৃত্যু হয়। কাশ্মীর পুলিশের পক্ষ থেকে বলা হয় ওই হামলার পেছনে জৈশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর হাতে রয়েছে। যদিও এই হামলার দায় স্বীকার করেনি জৈশ।

শুধু পুলিশ বা সেনা কর্মী নয় রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে প্রশাসনিক স্তরের আধিকারিকদের ওপর জঙ্গি হামলার ঘটনা কাশ্মীরে বেড়েই চলেছে। পরপর তিন জন বিজেপি নেতাকে গুলিতে ঝাঁঝরা করেছে জঙ্গিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *