Plastic, Garbeta, প্লাস্টিক মুক্ত অঞ্চল গড়ে তুলতে পুরস্কারের ঘোষণা গড়বেতার কড়সা গ্রাম পঞ্চায়েতের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ জুলাই: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার কড়সা নামটা শুনলেই প্রথমেই উঠে আসে গাছ কাটা, মাটি পাচার, বালি মজুত, কিংবা বিদ্যুৎ চুরির কথা। আজ থেকে কয়েক বছর আগেও এই অঞ্চলের আনাচে-কাঁনাচে কান পাতলে শোনা যেত শুধুই এসব দুর্নীতির কথা। এবার সেসব চিত্র বদলাতে শুরু করেছে। প্লাস্টিক বর্জন নিয়ে এসেছে রাজ্য সরকারের নির্দেশ। কয়েক বছর আগে হলে এসব নির্দেশকে থোড়াই কেয়ার করত এই গ্রাম পঞ্চায়েত। শুধুমাত্র নির্দেশ কার্যকর দেখানোর জন্য কয়েকটি ছবি তুলে ক্যামেরার কারসাজিতে ফাঁকি দিতে ওস্তাদ ছিল এই অঞ্চল। এবার গ্রাম পঞ্চায়েতের তরফে নজির বিহীন চিত্র তুলে ধরল এলাকাবাসীর কাছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তরফে নির্দেশ দিয়ে জানানো হয়েছে ১লা জুলাই থেকে ৩রা জুলাই পর্যন্ত প্লাস্টিক বর্জন নিয়ে গ্রাম পঞ্চায়েতের তরফে উদ্যোগের সঙ্গে স্থানীয় এলাকাকে প্লাস্টিক মুক্ত করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে সর্বোচ্চ শক্তি দিয়ে এবার তা করে তুলতে উঠে পড়ে লাগল গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দাস ও উপপ্রধান রাজু শেখ সহ ভিআরপি’র একটা গোটা টিম। তাদের তরফে এদিন পুরো গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন শিশু শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়, হাসপাতালগুলিতে বিশেষ প্লাস্টিক মুক্ত অভিযান চালানো হয়। স্থানীয় বাজার দোকানগুলোতেও গিয়ে গিয়ে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়, এবং নিজেরাই উদ্যোগ নিয়ে সেসব প্লাস্টিক গ্রাম পঞ্চায়েতের নির্দিষ্ট করে দেওয়া একটি গাড়িতে তুলে একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠানো হয়, যেখানে এই প্লাস্টিক দূষণমুক্তভাবে পরিবেশ বান্ধব করে তোলা হবে।

এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে নিজে উদ্যোগে ঘোষণা করা হয়েছে যে, প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র থেকে সবথেকে বেশি প্লাস্টিক নিজেই এলাকা থেকে সংগ্রহ করে গ্রাম পঞ্চায়েতে যে জমা দেবে তাদের জন্য থাকবে বিশেষ পুরস্কার, এবং গ্রাম পঞ্চায়েতের তরফে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, তারা যেন প্লাস্টিক কম ব্যবহার করে এবং ধীরে ধীরে প্লাস্টিক মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *