পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: কর্ণেলগোলা শ্রী নারায়ণ বিদ্যাভবন বালক বিভাগের তিন দিন ধরে চলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ্য মূর্তির আবরণ উন্মোচন এবং স্কুলের নবনির্মিত সাইকেল স্ট্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠান হলো আজ স্কুল প্রাঙ্গণে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুজয় হাজরা, পৌরপ্রধান সৌমেন খান, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) স্বপন সামন্ত, ঌ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা পৌরসভার সিআইসি সৌরভ বসু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম ডোগড়া, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি প্রণব কুমার দে, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান সহ শিক্ষক, প্রাক্তন শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। ঌ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসু তার নিজস্ব ওয়ার্ড ফান্ড থেকে এই বিদ্যালয়ের ছাত্রদের সুবিধার্থে প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে একটি সাইকেল স্ট্যান্ড করে দেন।