আমাদের ভারত, ২৭ মে : লকডাউনের কারণে সেই মার্চ মাসের শেষ থেকেই দেশের প্রতিটি ধর্মস্থান বন্ধ। চতুর্থ লকডাউনের মেয়াদ শেষে এবার ধর্মস্থান খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। পয়লা জুন থেকে কর্নাটকের মন্দির, মসজিদ, গির্জা অন্যান্য ধর্মস্থান খুলে দেওয়ার অনুমতি দেওয়া হোক। এমনটাই আবেদন জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।
ইয়েদুরাপ্পা বলেন, “ধর্মস্থান খোলার আগে আমাদের কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে হবে। আমরা অনুরোধ করছি দেখা যাক কি হয়। ”
যেকোনো ধর্মস্থানেই প্রতিনিয়ত বহু মানুষের ভিড় জমে। সেই কারণে করোনা মোকাবিলায় ধর্মস্থান গুলি বন্ধ রাখা হয়েছে।চতুর্থ দফার লকডাউনে গণপরিবহন, দোকান সহ বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও ধর্মস্থান বন্ধ রয়েছে।
এর আগে কর্নাটকের মন্ত্রী কোটা শ্রীনিবাস পূজারী আশা প্রকাশ করে বলেছিলেন, জুন থেকে মন্দির সম্ভবত খোলা যাবে। তবে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। লকডাউনে ধর্মস্থানের পাশাপাশি সারাদেশে ধর্মীয় মেলাও নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার কর্নাটকে মন্ত্রিসভার বৈঠক বসবে। সেখানে মন্দির মসজিদ গির্জা খুলে দেওয়ার বিষয়টি আলোচনা হতে পারে বলে জানা গেছে।