বিশ্বজিৎ রায়, হাওড়া, ২৬ এপ্রিল: করণা আতঙ্কে মৃতদেহ সৎকারেও বাধা। এই নিয়ে দু’পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ এবং তারপর মারামারি হয়। অভিযোগ মহিলাদেরও মারধর করা হয়েছে। পরে পুলিশ এসে অবস্থা সামাল দেয়। এই ঘটনা হাওড়া ডোমজুড় থানা এলাকার।
জানা গেছে, ডোমজুড়ের সলপ এলাকার কার্তিক বৈদ্য নামে এক সবজি ব্যবসায়ী আজ মারা যান। এলাকার মানুষ সেই মৃতদেহ নিয়ে যান কাছেই মাঠবাগান শ্মশানে। কিন্তু গিয়ে দেখেন সেই শ্মশান বাঁশ দিয়ে ঘেরা। যাঁরা মৃতদেহ সৎকার করতে গিয়েছিলেন তারা সেই বাঁশ খুলতে শুরু করেন। অভিযোগ সেই সময় এলাকার কিছু যুবক এসে তাদের বাধা দেয়। তারা জানায় এখানে মৃতদেহ সৎকার করতে দেওয়া হবে না। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বসা হয়। সেই মুহূর্তে বাঁশ দিয়ে এক মহিলাকে মাথায় মারা হয় এবং অন্যদেরও হেনস্থা করা হয় বলে অভিযোগ। শ্যামলী ঘোষ নামের এক মহিলা জানান, মৃত ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন না, স্ট্রোক হয়ে মারা গেছেন। কিন্তু এরা তা সত্ত্বেও মৃতদেহ সৎকারে বাঁধা দিয়েছে এবং মহিলাদের মারধর করেছে। পরে পুলিশ গিয়ে মৃতদেহ নিয়ে লিলুয়ার বাঁশতলা শ্মশানে দাহ করার ব্যবস্থা করে।