Kargil, Bankura, বাঁকুড়ায় নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো কার্গিল বিজয় দিবস

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ জুলাই: শহিদদের প্রতি শ্রদ্ধা, প্রভাতফেরী, বৃক্ষরোপণ ও আলোচনা সভার মাধ্যমে বাঁকুড়ায় পালিত হলো কার্গিল শহিদ বিজয় দিবস। ভারত সরকারের যুব ও ক্রীড়া দপ্তর, মেরা যুবা ভারত ও বাঁকুড়া উপাসনা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বাঁকুড়া বঙ্গবিদ্যালয় সভাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ সকালে স্কুলের ছাত্র- ছাত্রীদের নিয়ে প্রভাতফেরি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। বঙ্গবিদ্যালয় সভাগৃহে আয়োজিত অনুষ্ঠানের প্রারম্ভে অমর শহিদদের শ্রদ্ধা জানানোর পর বৃক্ষ রোপন করা হয়। কার্গিল বিজয় দিবসে দেশের বীর সৈনিকদের বীরত্বপূর্ণ কার্যক্রম ও বিজয়ের ঘটনা উপস্হাপন করে ছাত্র ছাত্রীদের অনুপ্রাণিত করা হয়। এছাড়াও প্রশ্নোত্তর পর্বেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভম আঁশ, সিআইএসএফ অধিকারিক এম এম মন্ডল, উপাসনা ওয়েলফেয়ার সোসাইটির অধ্যক্ষ জয়ন্ত গাঙ্গুলি, সচিব অঞ্জলি সিনহা, রমা রক্ষিত, সতীনাথ মন্ডল সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *