স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩০ এপ্রিল: ইসলামপুরের পর এবার করণদিঘিতে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে চরম বিশৃঙ্খলা। রবিবার করণদিঘিতে ভোট চলাকালীন দুটি ভোট দান কক্ষে ঝামেলা বাধে তৃণমূল কর্মীদের মধ্যে। চোপড়া ব্লকের হপতিয়াগছ গ্রাম পঞ্চায়েত ও গোয়াগাঁও ২ গ্রাম পঞ্চায়েতের ভোট দান কক্ষে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তৃণমূলের নব্য ও পুরাতন কর্মীদের মধ্যে এই ঝামেলার সৃষ্টি হয় বলে জানাগেছে।
ভোট দান কক্ষ থেকে দ্রুত ব্যালট বাক্স সরিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। মন্ত্রী গোলাম রব্বানী, জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ও করণদিঘির বিধায়ক গৌতম পাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে ভোটদান পর্ব বন্ধ করে দেয় তৃণমূল নেতৃত্ব।