সাথী দাস, পুরুলিয়া, ২৯ আগস্ট: জাতীয় ছুটির দাবিতে পুরুলিয়া জেলার রাস্তায় রাস্তায় করম পূজা পালন করল আদিবাসী কুড়মি সমাজ। পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড ঝালদার বাস স্ট্যান্ড লাগোয়া রাস্তায় বড় আকারের করম পূজার আয়োজন দেখা গিয়েছে এদিন। জাওয়া গীত ও সুরের তালে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে এই শস্য দেবীকে আলিঙ্গন করলেন মহিলারা।
এই বিষয়ে আদিবাসী কুড়মি সমাজের রাজ্য সম্পাদক যুধিষ্টির মাহাতো জানান, আজ আমরা রাস্তায় করম পূজা করছি রাজ্য সরকারের ছুটির ঘোষণার প্রতিবাদে। যেখানে রাজ্য সরকার বলছে যারা এই পূজায় যুক্ত তাদের জন্য ছুটি তাই এই ভাবে আমাদের প্রতিবাদ। কারণ এই করম পূজা প্রকৃতির পূজা কৃষি কাজের সঙ্গে যারা যুক্ত তাদের পূজা আজ এই পূজা প্রচারের অভাবে গ্রামবাংলায় সীমিত। এছাড়াও যেখানে এই করম পূজা ঝাড়খন্ড, বিহার, ওড়িশা তথা মায়ানমারেও এই পূজা হয়। তাই আমাদের সমাজের পক্ষ থেকে দাবি এটাকে জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করা হোক। এছাড়াও বাঁধনা ও টুসু পরবেও সাধারণ ছুটি ঘোষণা করুক। তাই আজ আমরা এই ভাবে জেলার ভিবিন্ন রাস্তায় করম পূজা করে প্রতিবাদ করেছি।