কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ এপ্রিল: কন্যাশ্রীর ২৫ হাজার টাকাই দান মুখ্যমন্ত্রীর করোনা তহবিলে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের মারিচ্যা গ্রামের রেশমা খাতুন কন্যাশ্রী থেকে পাওয়া ২৫ হাজার টাকা করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন। মেদিনীপুর ল’ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী রেশমা খাতুন বলেন, মুখ্যমন্ত্রী উচ্চ শিক্ষার জন্য কন্যাশ্রীতে ২৫ হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু এখন এই মারণ ভাইরাস থেকে বাঁচতে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতেই কন্যাশ্রীর পুরো টাকাটাই তিনি করোনা মোকাবিলায় দান করলেন। তাঁর এই কাজে খুশি জেলাবাসী।

