আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩০ জুলাই: কাঁথির দমকলকর্মীর করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও সহকর্মীদেরকে কোয়ারেন্টাইনে না পাঠিয়ে উল্টে ডিউটিতে যোগ দিতে বলা হয়। এই নিয়ে সহকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়েছে ক্ষোভের।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দমকল কেন্দ্রে এবার করোনার থাবা। গতকাল কাঁথি দমকল কেন্দ্রের এক কর্মীর করোনা পজিটিভ পাওয়া গেছে। তাঁকে কাঁথি সঞ্জীবনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলের কাঁথি অফিসে প্রায় পঞ্চাশ জন কর্মী রয়েছেন। তাদের মধ্যে অনেকেই করোনা আক্রান্ত এই ব্যক্তির সঙ্গে কাজ করেছেন। ফলে, সহকর্মীর করোনা পজিটিভ হওয়ায় বাকি কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবুও এখনও পর্যন্ত কোনও কর্মীকে কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়নি। উল্টে সকলকেই ডিউটিতে যোগ দিতে বলা হয়েছে। এই নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে কর্মীদের মধ্যে। তবে এই নিয়ে দমকল কেন্দ্রের অধিকর্তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

