চিত্ত মাহাতো, পূর্ব মেদিনীপুর, ১৫ নভেম্বর:
দিওয়ালি বাম্পার টিকিট কেটে পাঁচ কোটি টাকা জিতলেন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির বাতিয়া গ্রামের বাসিন্দা অসুস্থ শেখ সাবেদ হোসেনl তিনি জানিয়েছেন, বছরে দুই একবার তিনি বাম্পার টিকিট কাটেনl কয়েকদিন আগে কাঁথি শহরে চিকিৎসা করানোর জন্য গিয়ে দুটি বাম্পার টিকিট চার হাজার টাকা দিয়ে কেটে ছিলেনl
তারপর গতকাল শনিবার সন্ধ্যায় তাকে কাঁথির ওই টিকিট কাউন্টার থেকে ফোন করে লটারি জেতার কথা জানানো হয়l প্রথমে বিশ্বাস করতে পারিনি বলে আরেক বন্ধুকে ফোন করে বিষয়টি জানাইl এই বন্ধুটি লটারি সম্বন্ধে কিছুটা ওওয়াকিবহালl এরপর ওই বন্ধু লটারির রেজাল্ট ডাউনলোড করে দেখার পর আমাকে আনন্দ সংবাদটি জানানl গতকাল রাতে খবরটি জানার পর খুব ভয় হচ্ছিল পাশাপাশি আনন্দও হচ্ছিল। আজ সকালে পরিবারের সবাই জানতে পারেন এবং চমকে যান। চিকিৎসার জন্য অর্থের খুব প্রয়োজন ছিলl