পার্থ খাঁড়া, মেদিনীপুর, ২২ আগস্ট: নাব্যস্রোত পত্রিকা গোষ্ঠী এবং মেদিনীপুর এডুকেশন এন্ড সার্ভিস সোসাইটির উদ্যোগে মেদিনীপুর শহরের ল’ কলেজে উদযাপিত হলো কাঁসাই কবিতা উৎসবl
এই উৎসবের শুভ সূচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ মুকুল রঞ্জন রায়, উপস্থিত ছিলেন নাব্যস্রোত পত্রিকা গোষ্ঠীর সভাপতি সুধীন্দ্রনাথ বাগ, সম্পাদক ডঃ ইয়াসিন খান, কবি প্রাবন্ধিক দেবনারায়ণ মোদক, কবি বিপ্লব মাঝি, সমাজসেবী রোশনারা খাঁন, মেদিনীপুর পৌরসভার পৌরপিতা সৌমেন খান সহ বিভিন্ন পত্রিকা সম্পাদক, পাবলিশার্স ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় শতাধিক কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিকl
অধ্যাপক ও নাব্যস্রোত পত্রিকা গোষ্ঠীর সভাপতি সুধীন্দ্রনাথ বাগ বলেন, “শিল্প সংস্কৃতি জগতে যাতে নতুন নতুন প্রতিভার বিকাশ হয় এবং যে সমস্ত পত্রিকা গোষ্ঠীগুলি যারা বিভিন্ন লেখনীর মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করেছে তাদের উৎসাহ দিতেই আমাদের এই উদ্যোগ।

