কমলা হ্যারিসের জয়কে ঐতিহাসিক বললেও বাইডেনকে গজনি বললেন কঙ্গনা

আমাদের ভারত, ৮ নভেম্বর:আবার সংবাদ শিরোনামে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার বলিউড বা দেশীয় রাজনীতির সীমা পেরিয়ে কঙ্গনার নজর আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে। কমলা হ্যারিসের জয়কে ঐতিহাসিক বলে মর্যাদা দিলেও আমির খান অভিনীত সিনেমা গজনীর সঙ্গে আমেরিকার ৪৬ তম রাষ্ট্রপতি জো বাইডেনের তুলনা টেনেছেন তিনি। বাইডেনকে গজনী সম্মোধন করে, তিনি লিখেছেন বাইডেন নাকি ৫ মিনিট অন্তর সবকিছু ভুলে যান।

টানা চারদিনের টানটান উত্তেজনা, আইনি লড়াই সহ একাধিক জটিলতা কাটিয়ে শেষে স্পষ্ট হয়েছে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল। ডোনাল্ড ট্রাম্পকে অনেকটাই পিছনে ফেলে জয়ের শিরোপা উঠেছে জো বাইডেনের মাথায়। ৭৭ বছর বয়সী জো বাইডেন আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন। আমেরিকার ইতিহাসে এই প্রথম এত বয়স্ক দেশনেতা হলেন বাইডেন। অন্যদিকে আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নিতে চলেছেন কমলা হ্যারিস। প্রথমত ভারতীয়, প্রথম কৃষ্ণাঙ্গ, প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে অনেকগুলি রেকর্ড গড়েছেন কমলা হ্যারিস। বাইডেন ও কমলার জয়ের পর থেকেই একাধিক দিক থেকে শুভেচ্ছা বার্তা আসতে থাকে। ওবামা, বরিস জনসন মোদী, মমতা কেউই বাদ যাননি নতুন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাতে।

কিন্তু কঙ্গনা মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পরই টুইট করেছেন, গজনী বাইডেনের বিষয় আমি নিশ্চিত হতে পারছি না। কারণ তিনি পাঁচ মিনিট পর পর সব ভুলে যান। তাকে এত ওষুধ দেওয়া হয়েছে। ১ বছরের বেশি দিন টিকবে না। কমলা হ্যারিস শো চালাবেন। একজন মহিলার উত্থান হলে তিনি বাকি সব মহিলাকেই পথ দেখান। এটি ঐতিহাসিক দিন।” বলিউড কুইনের এই মন্তব্যে অবাক হয়েছেন অনেকেই।

গজনী সিনেমায় আমির খানের বিজনেস টাইকুনের ভূমিকায় অভিনয় করেছিলেন। সেখানে তাকে দেখানো হয়েছিল এক দুর্ঘটনার পর থেকে পনেরো মিনিটের বেশি তিনি কিছু মনে রাখতে পারতেন না। জো বাইডেনের সঙ্গে আমির খানের গজনীর কেন কঙ্গনা তুলনা টানলেন তা স্পষ্ট হয়নি হয়নি অনেকেরই কাছেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *